সাইবেরিয়ায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলের ইরকুৎস্ক শহরে একটি দোতলা আবাসিক ভবনে রাশিয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

রোববার (২৩ অক্টোবর) ওই অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ ইন্সটাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন বলে জানায় বিবিসি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি আবাসিক এলাকায় কয়েকটি ভবনে আগুন জ্বলছে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, পরীক্ষামূলক উড্ডয়নের সময় ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

তবে ভবনের কোনও বাসিন্দা যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হননি বলে জানিয়েছেন গভর্নর ইগর। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ বিধ্বস্ত হয়েছে। বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল।

রাশিয়ার সরকারি তদন্ত কমিটি বলেছে, যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় আকাশ সুরক্ষা বিধি লঙ্ঘন করা হয়েছে কি না তা জানতে ফৌজদারি তদন্ত শুরু করেছে তারা।