দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৬ অক্টোবর) উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দুই সপ্তাহের মধ্যে ষষ্ঠবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং।

তাদের এমন পদক্ষেপে কোরীয় উপদ্বীপের চারপাশে উত্তেজনা বাড়াচ্ছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া।

বিজ্ঞাপন

এদিকে, জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাপান সাগরে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেয় উভয় দেশের একঝাঁক যুদ্ধবিমান।

এদিন জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এরপরই সাগরে যৌথ মহড়া চালায় ওয়াশিংটন ও টোকিও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উত্তর কোরিয়ার ওপর শক্তিশালী নিষেধাজ্ঞা থেকে রক্ষা করার জন্য রাশিয়া ও চীনকে অভিযুক্ত করেছে।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভোট দিয়ে মস্কো এবং বেইজিং পিয়ংইয়ংকে সুরক্ষা দিয়েছে বলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন। এসময় চীন ও রাশিয়ার প্রতিনিধিরা বলেন, শাস্তির চেয়ে সংলাপ বৃদ্ধি করা ভালো।