উচ্চ আদালতে সাজা বহাল, নাজিব রাজাক কারাগারে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট

মঙ্গলবার (২৩ আগস্ট) প্রধান বিচারপতি তেংকু মাইমুন তুয়ান মাত এই রায় ঘোষণা করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় তহবিল 'ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ'-এ প্রায় শতকোটি ডলার অর্থ কেলেঙ্কারিতে তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে এই কারাদণ্ড দেওয়া হয় এবং শেষ আপিলে তার শাস্তি পেছানোর অনুরোধ খারিজ করে দেন দেশটির সর্বোচ্চ আদালত।

রয়টার্স জানায়, ২০২০ সালের জুলাইতে ৬৯ বছর বয়সী নাজিব দেশটির নিম্ন আদালত থেকে ক্ষমতার অপব্যবহার, ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদের একটি সাবেক ইউনিট এসআরসি ইন্টারন্যাশনাল থেকে অনৈতিকভাবে ১ কোটি ডলার আত্মসাৎ এবং সেই অর্থ পাচারে মানি লন্ডারিংয়ের দায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১২ বছরের কারাদণ্ড এবং ২১ কোটি রিঙ্গিত জরিমানা করেন।

বিজ্ঞাপন

এরপর থেকে মীমাংসাধীন আপিল ও জামিনে রয়েছেন নাজিব রাজাক।

এদিকে নাজিব রাজাকের আইনজীবীরা বলেছেন, নাজিব রাজাক মনে করেছিলেন তার অ্যাকাউন্টে যে অর্থ এসেছিল সেটি সৌদি রাজ পরিবারের অনুদান ছিল।

এর জন্য তারা দায়ী করেছেন নাজিব রাজাকের পলাতক অর্থ উপদেষ্টা ঝো লোকে। যার বিরুদ্ধে মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্র দুই দেশে মামলা আছে।