পেলোসির সফর: তাইওয়ানের আকাশসীমায় চীনের ২১ যুদ্ধবিমান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীন বারবার সতর্ক করার পরও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বিতর্কিত তাইওয়ান সফরে গিয়েছেন। এর জের ধরে মঙ্গলবার (০২ আগস্ট) তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে উড়েছে ২১ চীনা যুদ্ধবিমান।

এটি চলতি বছরে চীনের তৃতীয় বৃহৎ যুদ্ধবিমানের বহরের অনুপ্রবেশ। খবর এএফপির

বিজ্ঞাপন

স্বায়ত্বশাসিত তাইওয়ানকে নিজের এলাকা বলে মনে করে বেইজিং।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার বিবৃতিতে জানিয়েছে, ২ আগস্ট পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ২১টি এয়ারক্রাফট তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবেশ করেছিল।

বিজ্ঞাপন

বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলটি তাইওয়ানের আঞ্চলিক আকাশসীমার মতো নয়। তবে, চীনের নিজস্ব বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের সঙ্গে মিলে আছে। এমনকি মূল ভূখণ্ডের কিছু অংশের সঙ্গে মিলে বেশ বড় একটা অঞ্চলকে অন্তর্ভুক্ত করেছে।

ন্যান্সি পেলোসি মঙ্গলবার সন্ধ্যায় তাইওয়ানে অবতরণ করেছেন। চীনের ক্রমবর্ধমান কঠোর সতর্কতা এবং হুমকির উপেক্ষা করে তিনি দেশটিতে যান। যার ফলে বিশ্বের দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

এদিকে রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে চীনের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ানে সফরের প্রতিক্রিয়া হিসেবে তারা 'বিশেষ সামরিক অভিযান' শুরু করবে।