শ্রীলঙ্কায় সরকারবিরোধী মূল বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রীলঙ্কায় সরকারবিরোধী মূল বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযান

শ্রীলঙ্কায় সরকারবিরোধী মূল বিক্ষোভস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযান

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী মূল বিক্ষোভস্থলে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেখানে বিক্ষোভকারীরা যেসব তাবুতে থাকতেন সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পর এই অভিযান চালানো হলো।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে

বিবিসির এক সাংবাদিক বলেছেন, তিনি বিক্ষোভস্থলের ছবি তোলার সময় সেনাবাহিনী তাকে মারধর করেছে। এসময় এক সেনা সদস্য তার ফোন ছিনিয়ে নেয় এবং ভিডিও মুছে দিয়েছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট কার্যালয়ের কাছে ওই বিক্ষোভস্থলে অভিযানে শত শত সেনা ও পুলিশ সদস্য অংশ নিয়েছেন।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন রনিল বিক্রমাসিংহে। তিনি বলেছিলেন, সরকারকে ক্ষমতাচ্যূত করা কিংবা সরকারি কোনো ভবন দখল নেওয়া কোনো গণতান্ত্রিক কার্যক্রম নয়। তিনি ঘোষণা দিয়েছিলেন, এই ধরনের কোনো কিছু করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার জনসাধারণের নিকট খুবই অজনপ্রিয় হয়ে উঠছেন। তবে কিছু বিক্ষোভকারী বলছেন, তারা তাকে একটি সুযোগ দেবেন।

অর্থনৈতিক সংকট নিয়ে কয়েক মাস ধরে শ্রীলঙ্কায় ব্যাপক অস্থিরতা চলছে।