ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বৃহস্পতিবার (২১ জুলাই) প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগে দেশটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিমজ্জিত হয়েছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির প্রেসিডেন্ট অফিস এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট মারিও দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং দ্রাঘিকে তত্ত্বাবধায়ক পদে থাকার অনুরোধ করেছেন।

বিজ্ঞাপন

খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুতে ইতালির প্রেসিডেন্ট সম্ভবত সংসদ ভেঙে দেবেন এবং অক্টোবরে আগাম নির্বাচনের আহ্বান করবেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে পার্লামেন্টের উভয় কক্ষের স্পিকারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন ইতালির প্রেসিডেন্ট।

শরিক দল ফাইভ স্টার মুভমেন্টের মূল আপত্তি ছিল দ্রাঘির ২ হাজার ৬০০ কোটি ডলারের প্যাকেজ নিয়ে। তাদের দাবি, এর কারণে বিদ্যুতের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে।

বুধবার দ্রাঘি যখন পুনরায় ওই চুক্তি প্রস্তাব করেন তখন জোটের সমর্থন পাননি তিনি। এরপরেই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

রাজনৈতিক সংকটে ইতালিতে কয়েক মাসের স্থিতিশীলতার অবসান ঘটিয়েছে।