কলম্বোয় ফের কারফিউ জারি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আবারও জারি করা হয়েছে কারফিউ। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে শুক্রবার (১৫ জুলাই) ভোর ৫টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। খবর এনডিটিভি।

এদিকে মালদ্বীপ ছেড়ে সস্ত্রীক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি সৌদি আরব যাবেন।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কা পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, বুধবার রাজাপক্ষের ইস্তফা দেওয়ার কথা থাকলেও, তিনি পদত্যাগপত্র পাননি। শ্রীলঙ্কায় গণবিক্ষোভও অব্যাহত।

বুধবার রাতে একাধিক জায়গায় সংঘর্ষ বাধে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। গতকাল রাতে সংসদ ভবনের কাছে পোলদুয়া জংশনে সংঘর্ষে আহত ৩৩ জনকে কলম্বো ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রীর অফিসের কাছে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।