সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন গোতাবায়া, যাবেন সৌদি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সিঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছেড়েছেন। সেখান থেকে তিনি সৌদি আরব যাবেন।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১৪ জুলাই) গোতাবায়া রাজাপক্ষে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন।

বিজ্ঞাপন

মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা এপিকে জানিয়েছেন, ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি সৌদি আরবের জেদ্দায় যাবেন। গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও দুই দেহরক্ষী।

গত মার্চ থেকে শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। গত শনিবার শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে হামলার পর তিনি আত্মগোপনে ছিলেন। এরপর এদিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। ঘোষণা অনুযায়ী বুধবার তার পদত্যাগের কথা ছিল। কিন্তু এর আগে তিনি গণ-আন্দোলনের মুখে মঙ্গলবার (১২ জুলাই) রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান। গোতাবায়া মালদ্বীপে গেলে সে দেশে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ করেন। তাকে মালদ্বীপে আশ্রয় না দেওয়ার দাবি জানান তারা।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কায় ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টকে গ্রেফতারের সুযোগ নেই। গোতাবায়া আশঙ্কা করছিলেন, প্রেসিডেন্ট পদ ছাড়ার পর তাকে গ্রেফতার করা হতে পারে। এ জন্য তিনি দেশত্যাগ করেছেন।