করোনার কারণে ম্যাকাওয়ে প্রথমবারের মতো ক্যাসিনো বন্ধ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হংকংয়ে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। সংক্রমণ এতোটাই ঊর্ধ্বমুখী যে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো বিশ্বের বৃহত্তম জুয়ার কেন্দ্র ম্যাকাওয়ে ক্যাসিনো বন্ধ করে দিতে হয়েছে ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় জুয়ার কেন্দ্র বন্ধ করার সঙ্গে সঙ্গে গেমিং ফার্মগুলোতে কঠোর নির্দেশিকা পাঠানো হয়েছে প্রশাসনের তরফ থেকে।

বিজ্ঞাপন

ম্যাকাওয়ের ৩০টির বেশি ক্যাসিনোসহ অ-প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ এবং প্রয়োজনীয় পরিষেবার জন্য সংক্ষিপ্ত ভ্রমণের অনুমতি দেওয়া হলেও লোকেদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির পুলিশ বাইরের লোকজনের আসা যাওয়া পর্যবেক্ষণ করবে এবং যারা এই নির্দেশিকা মানবে না তাদের জন্য কঠোর শাস্তি দেওয়া হবে বলে সরকার ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

সরকারি পরিসংখ্যান অনুসারে জুনের মাঝামাঝি থেকে ম্যাকাওয়ে ১ হাজার ৫২৬টি কোভিড কেস রেকর্ড করা হয়েছে।

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলে কঠোর নিয়মের উদ্বেগের কারণে সোমবার গেমিং শেয়ার কমে গেছে।