বুধবার পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সোমবার (১১ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়।

শনিবার (০৯ জুলাই) হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী কলম্বোয় প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন। বিক্ষোভকারীদের প্রবেশের আগে অবশ্য প্রেসিডেন্টকে সেখান থেকে সরিয়ে নেন নিরাপত্তা কর্মকর্তারা।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তার পদত্যাগের বিষয়ে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিক্ষোভকারীরা এখনও প্রেসিডেন্টের প্রাসাদ এবং প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে আছেন। বিক্ষোভকারীরা তাদের পদত্যাগ না করা পর্যন্ত বাসভবন থেকে সরে যেতে অস্বীকার করেছে।

দেশটির সংসদের স্পিকার বলেছেন, প্রেসিডেন্ট ১৩ জুলাই পদত্যাগ করবেন। কিন্তু অনেক বিক্ষোভকারী এই ঘোষণার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেন।

সোমবার (১১ জুলাই) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গোতাবায়া রাজাপক্ষে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তিনি বুধবার পদত্যাগ করবেন।

শ্রীলঙ্কার সংবিধান অনুসারে, তার পদত্যাগ শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হতে পারে যখন তিনি সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করেন - যা এখনও হয়নি।