বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
৭০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ। সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দ্বীপরাষ্ট্রটি। বিক্ষোভকারীরা শনিবার (০৯ জুলাই) সরকারি বাসভবন ঘেরা করলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সেখান থেকে পালিয়ে যান। খবর এএফপি'র।
দেশটির শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আন্দোলনের মুখে কার্যালয় ছেড়ে পালিয়েছেন। তবে তিনি ভালো আছেন বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার জনগণ আবারও ফুঁসে উঠেছে। অর্থনৈতিক বিশৃঙ্খলার ঢেউ আছড়ে পড়েছে রাজনীতিতেও। এর আগে জনগণের ক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি।
এবার দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেরও পদত্যাগ চাইছেন তারা। শ্রীলঙ্কান পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
শ্রীলঙ্কার বেসরকারি সম্প্রচারমাধ্যম সিরাসা টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, এক সময়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত বাড়িটিতে ঢুকে পড়ছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।
নজিরবিহীনভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকটে ভুগছে দেশটি।
এর আগে, দেশটির পুলিশ রাজধানী কলম্বোয় কারফিউ জারি করে। পরে দেশটির বার অ্যাসোসিয়েশন পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা করার হুমকি দিলে পরে কারফিউ আদেশ প্রত্যাহার করে নেয়।
হাজার হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীরা রেলওয়ে কর্তৃপক্ষকে শনিবারের সমাবেশের জন্য কলম্বোতে নিয়ে যাওয়ার জন্য ট্রেন পরিচালনা করতে বাধ্য করেছে বলে জানিয়েছে রেল কর্মকর্তারা।