অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষার দাবি চীনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীন সফলতার সঙ্গে একটি অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববার (১৯ জুন) রাতে এই পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

বিজ্ঞাপন

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই অ্যান্টি ব্যালেস্টিক মিসাইল সিস্টেম ছিল স্থলভিত্তিক। যা চীনের সীমানার মধ্যে পরীক্ষা করা হয়েছে।

চীনের দৈনিক গ্লোবাল টাইমস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, এটি একটি প্রতিরক্ষামূলক পরীক্ষা এবং এটি কোনো দেশকে লক্ষ্য করে নয়।

চীনা সীমান্তের মধ্যে রাতে পরিচালিত পরীক্ষাটি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী গত বছরের ফেব্রুয়ারিতে একই ধরনের পরীক্ষা চালানো হয়েছিল।

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ আগত ক্ষেপণাস্ত্রগুলোকে আটকাতে প্রজেক্টাইল ব্যবহার করে সম্ভাব্য আক্রমণ থেকে একটি দেশকে রক্ষা করার জন্য অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উদ্দেশ্য।