তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি চীনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাইওয়ান স্বাধীনতার চেষ্টা চালালে চীন যুদ্ধ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না এবং টুকরা টুকরা করে ফেলব।

শুক্রবার (১০ জুন) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক বৈঠকে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি।

বিজ্ঞাপন

ওয়েই ফেঙ্গহি বলেন, যদি কেউ চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করার সাহস দেখায়, তবে মূল্য যাই হোক না কেন, চীনা সেনাবাহিনী যুদ্ধ শুরু করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।

তিনি বলেন, পিএলএর সামনে যুদ্ধ করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না... এবং তাইওয়ানের স্বাধীনতার যে কোনো প্রচেষ্টা গুঁড়িয়ে দেবে এবং জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে।

বিরোধপূর্ণ কথাবার্তা সত্ত্বেও ওয়েই বলেন, অস্টিনের সঙ্গে আলোচনা সাবলীলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সিঙ্গাপুরে সাঙগ্রি-লা সংলাপ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রায় এক ঘণ্টার এই বৈঠক হয়। বৈঠকের জন্য আধা ঘণ্টা সময় নির্ধারণ করা হলেও তা দ্বিগুণ সময় ধরে চলে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে চীনা মন্ত্রী আরও প্রতিজ্ঞা করেন যে বেইজিং তাইওয়ান স্বাধীনতার যে কোনো চক্রান্ত ধুলিস্যাৎ করে দেবে। এবং মাতৃভূমির সঙ্গে ঐক্যবদ্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, তাইওয়ান চীনের। তাই চীনকে সংযত করার জন্য তাইওয়ানকে ব্যবহার কখনোই কাজে লাগবে না।