নর্থ কোরিয়া যেকোনো সময় পারমাণবিক পরীক্ষা চালাতে পারে: যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নর্থ কোরিয়া যে কোনো সময় সপ্তম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন এক কর্মকর্তা।

গত রোববার পিয়ংইয়ং রেকর্ড আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নর্থ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিম এ সতর্কবার্তা দেন।

বিজ্ঞাপন

মার্কিন উপ-রাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান সাংবাদিকদের বলেছেন, এই ধরনের যেকোনো পারমাণবিক পরীক্ষার দ্রুত এবং জোরদার প্রতিক্রিয়া দেখানো হবে।

বুধবার (০৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত পাঁচ বছর পিয়ংইয়ং কোনও পারমাণবিক পরীক্ষা চালায়নি। তবে, বর্তমানে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিম বলেন, নর্থ কোরিয়া চলতি বছরের জুন পর্যন্ত ৩১টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে

তিনি ইন্দোনেশিয়ার জাকার্তায় সাংবাদিকদের বলেন, নর্থ কোরিয়ার কর্মকর্তারা কৌশলগত বা ছোট আকারের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছে কিমকে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস শুধু সাউথ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান নয়, সমগ্র বিশ্ব নর্থ কোরিয়ার বিরুদ্ধে একটি শক্তিশালী এবং স্পষ্ট প্রতিক্রিয়া জানাবে।