শিশু হত্যার অভিযোগে গরু গ্রেফতার!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১২ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে একটি গরুকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানের লেকস স্টেটের নিকটবর্তী একটি খামারে। শিশুটিকে এমনভাবে গরুটি আক্রমণ করে যে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় পুলিশের বিবৃতির বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দেশটির পুলিশ জানিয়েছেন, তারা গরুর মালিককেও হেফাজতে রেখেছেন। হত্যার দায়ে কোনও প্রাণীকে গ্রেফতার করা এই প্রথম নয়। এক মাসেরও কম সময় আগে দেশটির পুলিশ একজন মহিলাকে হত্যার অভিযোগে একটি ভেড়াকে গ্রেফতার করেছিল এবং সেই ভেড়ার তিন বছরের কারাদণ্ড দিয়েছিল।

সুদানের আইন অনুযায়ী, কোনও পশুর আক্রমণে কেউ মারা গেলে, তার বিরুদ্ধে সাজার নির্দেশ দেওয়া হয়। সাজা খাটার নির্ধারিত সময় পার হলে সেই পশুটিকে ক্ষতিপূরণ হিসাবে নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে এই প্রথাই চলে এসেছে সুদানে।