অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের, আঘাত হানবে ৪০০০ কিলোমিটার দূরে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৪ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। এই ক্ষেপণাস্ত্র ৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সোমবার সন্ধ্যায় ওডিশা উপকূল থেকে এই পরীক্ষা চালানো হয়। খবর এনডিটিভির।

এর ফলে দেশটির সামরিক সক্ষমতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত নিয়মিত পরীক্ষার একটি অংশ ছিল এটি।

বিজ্ঞাপন

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় ওডিশার এ পি জে আবদুল কালাম দ্বীপ থেকে অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ সফল পরীক্ষা ভারতের একটি বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধক্ষমতা থাকার নীতিকে আবারও নিশ্চিত করল।

ভারত সরকার বলেছে, এই উৎক্ষেপণে সব ধরনের প্রায়োগিক মানদণ্ড এবং এই ব্যবস্থার নির্ভরযোগ্যতা যথার্থভাবে যাচাই করা গেছে।

অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রটি অগ্নি সিরিজের চতুর্থ ক্ষেপণাস্ত্র। এটি আগে অগ্নি-২ প্রাইম হিসেবে পরিচিত ছিল। যা ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এই ক্ষেপণাস্ত্রের উদ্ভাবক।