অনাস্থা ভোটের মুখোমুখি বরিস জনসন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে আজ সোমবার (০৬ জুন) অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, যদি তিনি অনাস্থা ভোটে হেরে যান, তাহলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নেবেন।

বিজ্ঞাপন

বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টির ৫৪ আইনপ্রণেতা অনাস্থা ভোটের আবেদন জানান।

যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে কনজারভেটিভ পার্টির পার্লামেন্টারি গ্রুপ- কনজারভেটিভ প্রাইভেট মেম্বারস কমিটির চেয়ারম্যান গ্রাহাম ব্রাডি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের যে সীমারেখা অর্থাৎ নিজ দলের সংসদের যে অনাস্থা প্রস্তাব তা পূরণ হয়েছে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে জানানো হয়েছে যে, বরিস জনসন অনাস্থা ভোটকে স্বাগত জানিয়েছেন। এ পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হবে বলেও জানানো হয়।