জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ গেল ৪ জনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে মারা গেছেন অন্তত ৪ জন। এ ঘটনায় ৩০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) দুপুরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ব্যাভারিয়া পুলিশ জানিয়েছে, প্রদেশের গারমিশ-পারটেনকিরশেন জেলার একটি পাহাড়ি এলাকায় লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী বলে উল্লেখ করেছে জার্মানির দৈনিক মুয়েনশেন মেরকুর।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি চূর্ণবিচূর্ণ ট্রেনের বগি পড়ে আছে।

জার্মান ফেডারেল পুলিশের মুখপাত্র স্টেফান সোনট্যাগ বলেছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।