দিল্লির স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে হাওয়ালা চক্রের মাধ্যমে বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগ সত্যেন্দ্রর বাড়ি এবং দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তার স্ত্রী ইন্দু এবং কয়েকজন আত্মীয়ের নামে থাকা ৪ কোটি ৮১ লাখ টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছিল।

তার আগে দুর্নীতি প্রতিরোধ আইনে সিবিআই সত্যেন্দ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। সে সময় অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা নিতেই কেন্দ্রের বিজেপি সরকার তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেফতারের পর দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া টুইট করে অভিযোগ করেন যে হিমাচল প্রদেশের আসন্ন নির্বাচনের দিকে নজর রেখে তাকে গ্রেফতার করা হয়েছে, যেখানে জৈন হলেন এএপির ইনচার্জ। এটি পুরোপুরি ভুয়া মামলা বলেও দাবি করেন তিনি।