নেপালের নিখোঁজ প্লেন বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যুর শঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী প্লেনের খোঁজ মিলেছে। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে প্লেনটির ধ্বংসাবশেষ। প্লেনটির কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৯ মে) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

এর আগে, নেপালের তারা এয়ারের প্লেনটি রোববার (২৯ মে) সকাল ৯টা ৫৫ মিনিটে দেশটির পর্যটন শহর পোখারা থেকে জমসমের দিকে যাওয়ার সময় হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্লেনটিতে ক্রুসহ মোট ১৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৪ জন ভারতীয়, ৩ জন জাপানি নাগরিক। বাকিরা নেপালি। এছাড়া ৩ জন বিমানকর্মী ছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়, ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।

বিজ্ঞাপন

নেপালের সরকারি কর্মকর্তা নেত্র প্রসাদ শর্মা জানিয়েছে, বিমানটি মুস্তাং জেলার জমসমের আকাশে দেখা যায়। পরে ধৌলাগিরি পর্বতের দিকে অবস্থানের পর যোগাযোগ করা যায়নি।