মুখ ঢাকতে বাধ্য হলেন আফগান নারী উপস্থাপিকারা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সংবাদ উপস্থাপিকাদের মুখ ঢেকে খবর পড়ার আদেশ জারি করেছিল তালেবান।

গত বৃহস্পতিবার (১৯ মে) আদেশটি জারির পর, মাত্র কয়েকটি টিভি আদেশটি মেনে চলে। কিন্তু রোববার (২২ মে) ডিক্রি কার্যকর হওয়ার পর বেশিরভাগ নারী উপস্থাপিকাকে মুখ ঢেকে খবর পড়তে দেখা যায়।

বিজ্ঞাপন

আফগানিস্তানের নিউজ চ্যানেল টোলোনিউজের উপস্থাপিকা সোনিয়া নিয়াজি বলেছেন, এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মুখ ঢেকে অনুষ্ঠান উপস্থাপন করা আমাদের জন্য সমস্যা তৈরি করে।

তিনি আল জাজিরাকে বলেন, প্রথমবারের মতো তিনি অনুষ্ঠান উপস্থাপন করার সময় কিছুতেই ভাল বোধ করছেন না।

বিজ্ঞাপন

নিয়াজি বলেন, এই আদেশটি সকল নারী উপস্থাপিকাদের জন্য অপ্রত্যাশিত, কারণ ইসলাম আমাদের মুখ ঢেকে রাখার নির্দেশ দেয়নি।