ইরানের বিপ্লবী গার্ডের কর্নেলকে গুলি করে হত্যা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক কর্নেলকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২২ মে) সন্ধ্যায় কর্নেল হাসান সাইয়্যাদ খোদাই যখন নিজে গাড়ি চালিয়ে বাসভবনে প্রবেশ করছিলেন, তখন দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর বিবিসির।

বিজ্ঞাপন

তবে, এখনও অবধি কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, একজন রক্তাক্ত ব্যক্তি একটি গাড়িতে পড়ে আছে। কর্নেল খোদাই ছিলেন অভিজাত কুদস ফোর্সের একজন সিনিয়র সদস্য।

বিজ্ঞাপন

আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড চালিয়েছে। বিবৃতিতে কর্নেল খোদাই এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও ঘাতকদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইসলামি বিপ্লবের শত্রুরা আইআরজিসি’র এক কর্মকর্তাকে হত্যা করে ইরানের রেড লাইন অতিক্রম করেছে, এ জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, কর্নেলকে ইরানের কট্টর শত্রুরা হত্যা করেছে। তারা আবারও নিজেদের অশুভ চেহারাকে সবার সামনে উন্মোচন করে দিয়েছে।