ভারতে অবতরণের সময়ে হেলিকপ্টারে আগুন, নিহত ২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে অবতরণের সময় একটি হেলিকপ্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আর এঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পাইলট।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় ছত্তিশগড়ের রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরেই হেলিকপ্টারটি নিয়ে অনুশীলন করছিলেন দুই পাইলট। অনুশীলন শেষে হেলিকপ্টারটিকে অবতরণ করানোর সময় হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই পাইলটের।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পাণ্ডা এবং ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। হেলিকপ্টারটিতে আর কোনও যাত্রী ছিল না বলে জানিয়েছে পুলিশ।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ

ছত্তিশগড়ের রাজ্য সরকার এবং ডিজিসিএ আলাদা ভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।