মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, তার রাজনীতিবিদ পুত্র নামাল ও মিত্রদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির একটি আদালত।

বৃহস্পতিবার (১২ মে) কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত পুলিশকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সোমবারের হামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবারের ওই সহিংসতায় নয়জন মারা গেছেন এবং শহরে ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে।

আদালতে এক পিটিশনে রাজাপাকসে এবং তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করারও অনুরোধ করেছিল বলে আদালতের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। কিন্তু ম্যাজিস্ট্রেট তা প্রত্যাখ্যান করেছেন।

বিজ্ঞাপন

সোমবারের সহিংসতায় ভুক্তভোগীরা বলেছেন, রাজাপাকসে এবং তার প্রধান সহযোগীরা তাদের প্রায় ৩,০০০ সমর্থককে বাসে করে রাজধানীতে নিয়ে গিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে প্ররোচিত করেছিলেন।

তারা আরও বলেন, অনুগতরা রাজাপাকসের বাসভবন থেকে বেরিয়ে এসে লাঠিসোঁটা নিয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।

হামলার পর হাসপাতালে ভর্তি হওয়া অন্তত ২২৫ জনের মধ্যে বৌদ্ধ সন্ন্যাসী এবং ক্যাথলিক পুরোহিতও ছিলেন। যার প্রতিশোধ হিসেবে রাজাপাকসের অনুগতদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বর্তমানে একটি নৌ ঘাটিতে লুকিয়ে আছেন।

এদিকে, রাজাপাকসের পুত্র নামাল এএফপিকে বলেছেন, তার পরিবারের দেশ ছাড়ার কোনো ইচ্ছা নেই।