অন্ধ্রপ্রদেশে পাহাড়ি রাস্তা থেকে খাদে বরযাত্রীবাহী বাস, নিহত ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুরে একটি বরযাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভির।

শনিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চিত্তুরের ভাকারাপেটে এ দুর্ঘটনা ঘটে। এ ভাকারাপেট মন্দির শহর তিরুপতি থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

বিজ্ঞাপন

জানা গেছে, বেসরকারি বাসটি অনন্তপুর জেলার ধর্মভরম থেকে ৫২ জনের বিয়ের বরযাত্রী নিয়ে চিত্তুরের একটি গ্রামে যাচ্ছিল। ঘাট রোড দিয়ে যাওয়ার সময় আদুপুতপ্পি উপত্যকায় পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

তিরুপতির পুলিশ সুপার জানান, চালকের অবহেলার কারণেই বাসটি পাহাড় থেকে খাদে পড়ে যায়। হতাহতদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।