ভারত আন্তর্জাতিক সব ফ্লাইট চালু করছে ২৭ মার্চ

  • এভিয়েশন এডিটর, বার্তা২৪
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিমান পরিবহন ব্যবস্থার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত। ২০২০ সালের মার্চে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ভারতের সিভিল এভিয়েশন অথরিটি তাদের এই সিদ্ধান্ত মঙ্গলবার (০৮ মার্চ) বিকেলে ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

তবে, এই ঘোষণায় বলা হয়েছে, সব বিমান সংস্থাকে ভারতের স্বাস্থ্য বিভাগের দেওয়া কোভিড-১৯ সংক্রান্ত নীতিমালা মেনে চলতে হবে।

গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পরে তা স্থগিত করা হয়।

তবে, গত বছর এয়ার বাবল ব্যবস্থায় কয়েকটি দেশের সঙ্গে সীমিত আকারে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু করা হয়।

বাংলাদেশ থেকেও সব ফ্লাইট আগের মত চালু হবে বলে জানা যায়।