কঙ্গোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৬ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি বাজারে হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ​খবর বিবিসির।

বুধবার (০২ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী কিনশাসার একটি বাজারে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ওই ঘটনায় নিহতদের নিথর দেহ পানির মধ্যে পড়ে রয়েছে। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। জানা যায়নি তার ছিঁড়ে পড়ার কারণও।

তবে এক বিবৃতিতে, ডিআর কঙ্গোর জাতীয় বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, তারের কিছু অংশে বজ্রপাত হয়েছিল, যার ফলে এটি মাটিতে পড়েছিল। সংস্থাটি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

পুলিশ জানায়, কিনশাসার উপকণ্ঠে মাতাদি-কিবালা জেলায় ঘটা এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের বেশিরভাগই ওই মার্কেটের নারী ব্যবসায়ী বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।