ভারতে একদিনে আক্রান্ত ৯০ হাজারের বেশি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আসার পর ফের মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯০ হাজার ৯২৮ জন নতুন রোগী। করোনা আক্রান্ত হয়ে আরও ৩২৫ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮২ হাজার ৮৭৬ জনে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একলাফে শনাক্ত রোগীর এই সংখ্যা আগের দিনের চেয়ে ৫৬ শতাংশ বেশি। মঙ্গলবার সব মিলিয়ে ৫৮ হাজার ৯৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটির মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। ওই রাজ্যে ওমিক্রনে ৭৯৭ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া দিল্লিতে ৪৬৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটে গতবছর মার্চ-এপ্রিল-মে মাসে ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হয় ১৩০ কোটি মানুষের দেশ ভারতকে। বর্তমানে দেশটির শহরাঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন শিগগিরই গ্রামাঞ্চলে আঘাত হানবে। এর ফলে আবারও বিপর্যয়ের মুখে পড়তে পারে দেশটি।