বিপিনকে বহনকারী হেলিকপ্টারের ১৪ যাত্রীর ১৩ জনই নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী এমআই- ১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারের ১৪ জন আরোহীর ১৩ জনেই মারা গেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত এক যাত্রীকে নীলগিরির ওয়েলিংটন সেনানিবাসে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত বেঁচে আছেন কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

হেলিকপ্টারে ভারতীয় প্রতিরক্ষাপ্রধানের স্ত্রী মধুলিকাসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেশটির তামিলনাড়ু রাজ্যের কনোর অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, বিপিন রাওয়াতকে নিয়ে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি তামিলনাড়ুর কনোর অঞ্চলে দুর্ঘটনায় পতিত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের আদেশ দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিপিন রাওয়াতের সঙ্গে তার কর্মী এবং পরিবারের সদস্যরা এমআই-সিরিজ হেলিকপ্টারে ছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কাছাকাছি ঘাঁটি থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।