ভারতে বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুতে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন চারজন।

বুধবার (০৮ ডিসেম্বর) তামিলনাড়ুর কনোর অঞ্চলে এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াতসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছিলেন। সুলুর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই হেলিকপ্টারটি নীলগিরিতে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি ওয়েলিংটন প্রতিরক্ষা ঘাঁটির দিকে যাচ্ছিলো।

খবরে বলা হয়, হেলিকপ্টারটিতে প্রায় ১৪ জন আরোহী ছিলেন। দেশটির একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের নীলগিরির ওয়েলিংটন সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিপিন রাওয়াতের সঙ্গে তার কর্মী এবং পরিবারের সদস্যরা এমআই-সিরিজ হেলিকপ্টারে ছিলেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কাছাকাছি ঘাঁটি থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়।