বোমা হামলায় সোমালিয়ায় সাংবাদিক নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আত্মঘাতী বোমা হামলায় সোমালিয়ার খ্যাতিমান সাংবাদিক আবদিআজিজ মোহামুদ গুলেদ নিহত হয়েছেন। তিনি দেশটির ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সমালোচক ছিলেন।

স্থানীয় সময় শনিবার (২০ নভেম্বর) সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এ হামলা হয়। খবর বিবিসির।

বিজ্ঞাপন

এ হামলায় আরও চার জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

আবদিআজিজ রাষ্ট্রায়ত্ত রেডিও মোগাদিশুতে কাজ করতেন।

তার চাচাতো ভাই আবদুল্লাহি নূর রয়টার্সকে বলেন, আমার চাচাতো ভাই আবদিআজিজকে এক আত্মঘাতী হামলাকারী হত্যা করেছে। একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পরপরই তার ওপর হামলা হয়। হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী রেস্তোরাঁটির কাছে একটি গাড়ির সামনে বোমার বিস্ফোরণ ঘটায়।

এ হামলার দায় স্বীকার করেছে ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।

পুলিশ সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত রেডিও মোগাদিশুর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বোমা হামলাকারী রেস্টুরেন্টের কাছে একটি গাড়ির সামনে একটি ডিভাইসের বিস্ফোরণ ঘটায় যেখানে আবদিআজিজের সঙ্গে সোমালি ন্যাশনাল টেলিভিশনের পরিচালক এবং একজন গাড়ি চালক ছিলেন।