বন্দুক হামলায় বুরকিনা ফাসোতে ১৯ পুলিশসহ নিহত ২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে ইসলামপন্থী জঙ্গিদের হামলায় ১৯ সামরিক পুলিশসহ ২০ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

স্থানীয় সময় রোববার (১৪ নভেম্বর) তিন দেশের সীমান্তবর্তী উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তামন্ত্রী ম্যাক্সিম কোনে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুরকিনা ফাসো, মালি ও নাইজার, এই তিন দেশের সীমান্তবর্তী ওই অঞ্চলগুলোতে বিদ্রোহী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে পশ্চিম আফ্রিকার দেশগুলো।

বুরকিনা ফাসোর রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে কোনও বলেন, আজ সকালে সামরিক পুলিশের একটি দল কাপুরুষোচিত ও বর্বর হামলার শিকার হয়েছে। তারপরও তারা তাদের নিজেদের অবস্থান ধরে রেখেছে। খবরে আরও বলা হয়, ইনাতার সোনার খনির নিকটবর্তী সামরিক পুলিশের ওই ফাঁড়িটিতে ২২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দুইদিন আগেই নাইজার ও মালির সীমান্তবর্তী এলাকায় সাত পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটে।

আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলি ত্রি-সীমান্ত অঞ্চলে সক্রিয়। যেখানে ফ্রান্স, চাঁদ, নাইজার, মালি এবং বুর্কিনা ফাসোসহ বেশ কয়েকটি দেশ শত শত সেনা মোতায়েন করে রেখেছে।