ভারতে পুলিশের গুলিতে ২৬ মাওবাদী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের রাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) পূর্ব মহারাষ্ট্রের গড়চিরৌলিতে এ ঘটনা ঘটে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

এনডিটিভির খবরে বলা হয়েছে, ছত্তিশগড় সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে মারদিনতোলার জঙ্গলে অবস্থান নিয়েছিল মাওবাদীদের একটি টিম। এদিকে তাদের দমনে বিশেষভাবে প্রশিক্ষিত সি-৬০ ইউনিটের জওয়ানরা এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় আচমকা জঙ্গলের ভেতর থেকে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। জবাবে ভারতীয় জওয়ানরা পাল্টা গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সুপার অঙ্কিত গোয়াল বলেছেন, আমরা এখনও পর্যন্ত ২৬ জন নকশালের মৃতদেহ বন থেকে উদ্ধার করেছি ৷ নিহতদের মধ্যে একাধিক নারীও রয়েছে বলে জানা গেছে।

নিহত মাওবাদীদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে একজন শীর্ষ বিদ্রোহী নেতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।