নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের নাইজার প্রদেশের এক মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

স্থানীয় দুই বাসিন্দা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সোমবার (২৫ অক্টোবর) ফজরের নামাজের সময় এই হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

নাইজার প্রদেশের মাসেগু এলাকার মাজাকুকা গ্রামের মসজিদে ওই হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ফুলানি যাযাবর পশুপালক গোষ্ঠী। হামলার পর তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

মাসেগু স্থানীয় সরকারের চেয়ারম্যান আল হাসান আয়াম বলেন, বন্দুকধারীরা মসজিদ ঘিরে ফেলে মুসল্লিদের ওপর গুলি চালানো শুরু করে।

তিনি জানান, এসময় বন্দুকধারীরা ১০ জনকে অপহরণ করে নিয়ে যায়।

আরেক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী বেলো আইয়ুবা জানিয়েছেন, এই হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

নাইজারের পুলিশ কমিশনার মানডে কুরিয়াস বলেছেন, এই হামলার সঙ্গে গ্রামবাসী ও ফুলানি পশুপালকদের বিরোধের সম্পর্ক রয়েছে।

নগদ অর্থের জন্য পরিচালিত সশস্ত্র দস্যুরা এই বছর উত্তর-পশ্চিম নাইজেরিয়া জুড়ে কয়েকশ অপহরণ বা হত্যা করেছে।