ভারতকে হারিয়ে গুলি ছুড়ে বিজয় উদযাপন, গুলিবিদ্ধ ১২ পাকিস্তানি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের আসরে প্রথমবার ভারতকে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেটাও আবার বড় ব্যবধানে। ফলে পাকিস্তানিদের আনন্দ সীমা ছাড়িয়েছে। তাতেই বেঁধেছে বিপত্তি। করাচিতে বন্দুকের গুলি ছুড়ে বিজয়োৎসব করতে গিয়ে জখম হয়েছেন ১২ জন পাকিস্তানি।

পাকিস্তানি সাংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর রাস্তায় নেমে আসেন উল্লাসিত পাকিস্তানিরা। নেচে-গেয়ে, বাজি ফুটিয়ে বিজয় উদযাপন করেন তারা। এসময় করাচিতে ফাঁকা গুলি ছুড়ে আনন্দ করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে পুলিশের এক কর্মকর্তাও রয়েছেন।

বিজ্ঞাপন

barta24

গুলি ছুড়ে পাকিস্তান দলের বিজয় উদযাপনের খবর পাওয়া গেছে করাচির সচল গোথ, ওরাঙ্গি, নিউ করাচি, গুলশান-ই-ইকবাল ও মালির এলাকায়। এরমধ্যে ওরাঙ্গিতে অজ্ঞাত দিক থেকে আসা গুলিতে আহত হয়েছেন অন্তত দুজন।

বিজ্ঞাপন

স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলশান-ই-ইকবাল এলাকায় ফাঁকা গুলি ছোড়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযানের সময় উপ-পরিদর্শক আব্দুল গনির শরীরেও একটি বুলেট আঘাত করে।

রোববার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে এর আগে ১২ বারের সাক্ষাতে প্রতিবারই হেরেছে পাকিস্তান।