সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দী, গ্রেফতার চার মন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ সুদানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দী করেছে দেশটির সেনাবাহিনী।

সোমবার (২৫ অক্টোবর) ভোরে সেনাবাহিনীর অজ্ঞাত একটি ফোর্স তার বাড়ি ঘিরে ফেলে। এর পরপরই রাজনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে আল অ্যারাবিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খার্তুম বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সুদানের তথ্যমন্ত্রীর বরাত দিয়ে রয়টার্স চার মন্ত্রী গ্রেফতারের কথা জানিয়েছে।

এ খবরে দেশটির গণতন্ত্রকামী আন্দোলনকারীরা রাজধানীর খার্তুমের রাস্তায় নেমে এসেছে।

দুই বছর আগে দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সামরিক ও বেসামরিক নেতাদের মধ্যে মতবিরোধ চলচিল।

উত্তর আফ্রিকার দেশটির রাজধানী থেকে ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা জ্বলন্ত ব্যারিকেড তৈরি করছে এবং সেনাবাহিনীর সদর দফতরের কাছাকাছি এলাকায় প্রবেশ করছে।