আফগানিস্তানে মার্কিন শীর্ষ দূতের পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তান-বিষয়ক যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত জালমে খলিলজাদ পদত্যাগ করছেন।

সোমবার (১৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির পর থেকে চাপের মুখে ছিলেন তিনি। দেশটি তালেবানদের দখলের দুই মাসেরও কম সময়ের মধ্যে খলিলজাদ তাঁর পদ ছাড়ছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানিয়েছেন, খলিলজাদের স্থলাভিষিক্ত হবেন তাঁর ডেপুটি টম ওয়েস্ট।

ব্লিঙ্কেন বলেন, আফগানিস্তানে মার্কিন দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন ওয়েস্ট। কাবুলের মার্কিন দূতাবাস এখন কাতারের রাজধানী দোহা থেকে তার কার্যক্রম চালাচ্ছে।

জালমে খলিলজাদকে ধন্যবাদ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে আমেরিকার মানুষের সেবা করেছেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, খলিলজাদ গত শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।