ডেঙ্গুতে আক্রান্ত মনমোহন সিং

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৬ অক্টোবর) অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু শনাক্তের পর তার স্বাস্থ্যের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

বিজ্ঞাপন

৮৯ বছর বয়সী প্রবীণ এই কংগ্রেস নেতা গত বুধবার জ্বর-দুর্বলতা নিয়ে নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন।

শনিবার এক এইমস কর্মকর্তা বলেন, তার দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। কিন্তু এখন তার প্লাটিলেটের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতির উন্নতি হচ্ছে।

মনমোহন সিংকে হাসপাতালটির একটি বেসরকারি কার্ডিও-নিউরো ওয়ার্ডে রাখা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বে রয়েছে ড. নিতিশ নায়েকের নেতৃত্বাধীন একটি টিম।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্দাভিয়া বৃহস্পতিবার মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। তবে অভিযোগ উঠেছে, তিনি সঙ্গে করে একজন ফটোগ্রাফার নিয়ে গেছেন।

মনমোহনের সঙ্গে দেখা করার মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য। যা নিয়ে ক্ষুব্ধ হন সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে দমন সিং। পরিবারের অনুমতি ছাড়া কেন ফটোগ্রাফার নিয়ে মনমোহনের কেবিনে ঢুকেন মন্ত্রী তা নিয়ে কটাক্ষ করেন দমন।