তাইওয়ানে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত হয়েছেন। এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ভবনটির আগুন অত্যন্ত ভয়াবহ ছিল। এতে বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

শহরের দমকল প্রধান লি চিং-হসিউ জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫৫ জনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা সংকটাপন্ন।

বিজ্ঞাপন