ব্যর্থ আলোচনার পর লাদাখ সীমান্তে ট্যাংক পাঠালো চীন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে সব ধরনের আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে চীন। এরপরই দেশটি লাদাখ সীমান্তে যুদ্ধ ট্যাংক পাঠিয়েছে। খবর এএফপির।

চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রোববার (১০ অক্টোবর) চীন ও ভারতের সেনা কমান্ডারদের মধ্যে ১৩তম বৈঠক হয়। তবে ইতিবাচক কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় একে-অপরকে দায়ী করছে বেইজিং ও নয়াদিল্লি।

বিজ্ঞাপন

এদিকে, বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সোমবারই লাদাখ সীমান্তে ট্যাংক মোতায়েন করেছে চীন। সীমান্তে ভারতে স্থাপিত ক্লোজ সার্কিট ক্যামেরায় এ দৃশ্য ধরা পড়েছে।

barta24

বিজ্ঞাপন

দুই দেশের আলোচনায় অচলাবস্থার অর্থ হলো চীন ও ভারত দুই দেশই লাদাখ সীমান্তে সেনা মোতায়েন রাখবে। ফলে টানা দ্বিতীয় বছর সেখানে বিপজ্জনক মাইনাস তাপমাত্রায় অবস্থান করতে হবে ভারতীয় ও চীনা সেনাদের।

সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় ভারত গঠনমূলক পরামর্শ দিয়েছে। কিন্তু তাতে রাজি হয়নি চীন। তারা সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো প্রস্তাবও দেয়নি।

অন্যদিকে, চীনা সামরিক মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, ভারত অযৌক্তিক ও অবাস্তব দাবি নিয়ে অটল। এতে সমঝোতা প্রক্রিয়া কঠিন হয়ে ওঠে। দুই দেশের কমান্ডাররা দুই মাসের বিরতির পর লাদাখ এলাকায় চীনা অংশের মলদোতে আলোচনায় মিলিত হয়েছিলেন।