নৌকাডুবিতে কঙ্গোতে নিহত ১২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর একটি নদীতে নৌযানডুবিতে অন্তত ১২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় মঙ্গালা প্রদেশে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (০৯ অক্টোবর) মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন ।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সপ্তাহের শুরুতে কঙ্গো নদীতে ইঞ্জিনচালিত কাঠের নৌযানটি ডুবে যায়। নৌযানটিতে সে সময় যাত্রী ছিলেন ১৫৯ জন। তাদের মধ্যে জীবিত আছেন ৩৯ জন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এটি ডুবেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার পর্যন্ত ৫১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৬৯ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গালা প্রাদেশিক সরকারের মুখপাত্র নেস্তর মাগবাদো বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু সময় যত চাচ্ছে আরও জীবিতদের খুঁজে পাওয়ার আশা ম্লান হয়ে যাচ্ছে।