তাইওয়ান-চীন একীভূতের ঘোষণা শি জিনপিংয়ের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত

তাইওয়ানকে পুনরায় চীনের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে শান্তিপূর্ণভাবেই তাইওয়ানকে একীভূত করা হবে বলে জানান তিনি। খবর বিবিসির।

শি জিনপিং বলেন, ‘বিচ্ছিন্নতার বিরুদ্ধে চীনের গৌরবময় ঐতিহ্য রয়েছে।’

বিজ্ঞাপন

তাইওয়ান ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ানকে পুনরায় চীনের সঙ্গে একীভূত করার ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট।

চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে দীর্ঘদিন আগ্রাসন চালিয়ে আসছে। যদিও তাইওয়ান নিজেদের স্বতন্ত্র বলে দাবি করে। সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ চীনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।