ইকুয়েডরে কারাগারে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইকুয়েডরের গুয়ায়েকুইল শহরে একটি কারাগারে সহিংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বন্দীরা আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড ব্যবহার করে কয়েদিদের হত্যা করে।

বিজ্ঞাপন

দেশটির কর্মকর্তারা বলেছেন, কারাগারের অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় ১১৬ জন বন্দী নিহত এবং ৫২ জন আহত হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট গিয়ারমো লাসো বলেন, এ ধরনের প্রাণঘাতী দাঙ্গার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠাবেন ও তহবিল ছাড় করাবেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার গুয়ায়েকুইল শহরে অবস্থিত কারাগারে এ সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতার ঘটনায় কমপক্ষে পাঁচজন কয়েদিকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়। অন্যরা গুলিতে নিহত হন।

দেশটির পুলিশের কমান্ডার ফাউস্তো বুয়েনানো জানান, সহিংসতার সময় কয়েদিরা গ্রেনেডও ছুড়ে মারেন। কারাগারে সংঘটিত এই সহিংসতা নিয়ন্ত্রণে প্রায় ৪০০ পুলিশ মোতায়েন করতে হয়।