বাস-ট্রাক সংঘর্ষে কঙ্গোতে ৩৩ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষে ৩৩ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজধানী কিনশাসা থেকে ৮০ কিলোমিটার দূরে কিবুবা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (০২ আগস্ট) দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

বিজ্ঞাপন

শনিবার রাতে দ্রুতগামী যাত্রীবাহী বাসটি জ্বালানি ট্রাকটিকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, অধিকাংশের শরীর আগুনে পুড়ে যায়। উদ্ধার হওয়া দেহাবশেষ সোমবার দাফন করা হয়েছে।

কঙ্গোতে প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটে। দেশটির সড়কগুলোতে বিপুলসংখ্যক পুরোনো যানবাহন চলে। প্রায়ই এসব যানবাহনের ফিটনেস থাকে না। কোনো কোনো এলাকায় সড়কের অবস্থাও বেহাল।

এর আগে ২০১৮ সালে কিনশাসার একটি সড়কে জ্বালানি ট্যাংকার দুর্ঘটনায় ৫৩ জন নিহত হন। আর ২০১০ সালে একই রকম দুর্ঘটনায় ২৩০ জনের মর্মান্তিক মৃত্যু হয়।