কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুখ্যমন্ত্রী হওয়ার দু’বছরের মধ্যেই ইস্তফা দিলেন ভারতের কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

সোমবার (২৬ জুলাই) রাজ্য গভর্নর থাওয়ার চাঁদ গেহলটের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিজ্ঞাপন

ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা বি এস ইয়েদুরাপ্পা ঠিক দু’বছর আগে ২৬ জুলাই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। সোমবার একই দিনে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন তিনি। ক্ষমতায় ফেরার দু’বছরের মাথায় বিধানসভায় দাঁড়িয়ে তাঁর সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে গিয়ে কেঁদে ফেললেন ইয়েদুরাপ্পা। তার পরই ঘোষণা করেন, সোমবার দুপুরে পদত্যাগ করবেন। সেই মতো বেলা সাড়ে ১২টা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের কাছে পদত্যাগপত্র জমা দিলেন তিনি।

ইয়েদুরাপ্পার পদত্যাগপত্র গ্রহণ করেছেন গভর্নর থাওয়ার চাঁদ গেহলট। নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত তাঁকে কাজ করে যেতে আহ্বান জানিয়েছেন গভর্নর।

পদত্যাগের ঘোষণা দিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী হওয়ার পর আমাকে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু আমি বলেছিলাম, আমি কর্ণাটকেই থাকব। এখন কর্ণাটকে বিজেপি বড় হয়েছে। এটা সব সময় আমার জন্য অগ্নিপরীক্ষা ছিল।