আফগানিস্তানে পুলিৎজার পুরস্কার প্রাপ্ত ভারতীয় ফটো সাংবাদিক দানিশ নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিৎজার পুরস্কারজয়ী ভারতীয় ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকি

পুলিৎজার পুরস্কারজয়ী ভারতীয় ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকি

আফগানিস্তানের কান্দাহারে আফগান সেনা ও তালেবান সদস্যের সঙ্গে সংঘর্ষে পুলিৎজার পুরস্কারজয়ী ভারতীয় ফটো সাংবাদিক দানিশ সিদ্দিকি নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে শুক্রবার জানিয়েছেন, আফগান সুরক্ষা বাহিনীর সাথে থেকে কান্দাহার প্রদেশে সংবাদসংস্থা রয়টার্সের হয়ে রিপোর্টিং এর কাজ করছিলেন। তিনি বিভিন্ন সময় আফগান সেনা-তালিবানদের সংঘর্ষের ছবি, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্থানের ছবি তুলেও পাঠিয়েছেন। কান্দাহারে আফগান সেনা- তালেবানদের একটি সংঘর্ষে প্রাণ হারান ভারতীয় এই ফটো সাংবাদিক। যদিও এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালেই পুলিৎজার পুরস্কার পানন দানিশ। মায়ানমারে রোহিঙ্গাদের নিপীড়নের ছবি তুলে এই পুরস্কার পেয়েছিল রয়টার্সের চিত্র সাংবাদিকের একটি দল। সেই দলেই ছিলেন দানিশ।