ভারত পাঁচ লাখ ট্যুরিস্ট ভিসা দেবে বিনা ফি’তে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনায় বিপর্যস্ত পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করতে পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেবে ভারত।

সোমবার (২৮ জুন) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামন এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

দেশটিতে ভিসা কার্যক্রম শুরু হলে প্রথম পাঁচ লাখ ভিসা দেওয়া হবে বিনামূল্যে। একজন একবারই এই সুবিধা নিতে পারবেন।

দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ২০১৯ সালে এক কোটি নয় লাখ ২০ হাজার বিদেশি ভারতে বেড়াতে গেছেন এবং তারা প্রায় ৩০ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন বিনোদন ও ব্যবসায়িক কার্যক্রমে।

করোনার আঘাত সামলে দেশের পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে ভারত সরকারের নতুন এই উদ্যোগ নিল।

জানা গেছে, এই নীতি জারি থাকবে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই যেদিন পাঁচ লাখ পর্যটকের কোটা পূরণ হয়ে যাবে, ফ্রি ভিসার অফারও সেদিনই শেষ হবে।