বছরে ৮৫ কোটি রাশিয়ান ভ্যাকসিন মিলবে ভারতের বাজারে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলকাতা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতে ভ্যাকসিনের যোগানে ঘাটতি নিয়ে যখন একাধিক অভিযোগ সামনে আসছিল তখন রাশিয়ার তৈরি ‘স্পুটনিক-৫’ সাড়া ফেলে দিয়েছে। এক ডোজেই মিলবে করোনা থেকে রেহাই। এমনটাই দাবি রাশিয়ার। যদিও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে আমেরিকা, ব্রিটেনের মতো দেশ।

তবে রাশিয়ার দাবি, দেশটিতে পরীক্ষায় সফল ‘স্পুটনিক-৫’। ২০২০-এর মাঝামাঝি থেকেই রাশিয়ার মানুষকে ওই টিকা দেওয়া হচ্ছে। কোভিডের নতুন প্রজাতির বিরুদ্ধেও এই টিকা কার্যকরী ফল দিয়েছে বলে জানিয়েছে।

বিজ্ঞাপন

কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের সঙ্গে পাল্লা দিতে গত শুক্রবারই রাশিয়ার তৈরি ‘স্পুটনিক-৫’ ভারতে এসে গিয়েছে। এর পাশাপাশি ভারতের জন্য বছরে ৮৫ কোটি ভ্যাকসিন তৈরির লক্ষ্য নিয়ে নামছে দেশটি। এমনই জানিয়েছেন ভারতে অবস্থানরত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলে কুদাশেভ। আগামী দিনে আরও উৎপাদন বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।

ভারতীয় সংস্থা ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরির সঙ্গে হাত মিলিয়ে কাজ শুরু করেছে ‘স্পুটনিক-৫’ । খুব শিগগিরই বাজারে মিলবে। যদিও এর সরকারি দাম কত হবে ঠিক হয়নি।