পশ্চিমবঙ্গে বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গে বাতিল করা হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা।

শনিবার (১৫ মে) রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ কথা জানান।

বিজ্ঞাপন

তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জুনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না। পরে এই পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কবে পরীক্ষা নেওয়া হবে, তা শিক্ষা দফতর ঠিক করবে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল রাজ্যটিতে। গত বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের অধিকাংশ পরীক্ষা হয়ে যাওয়ার পর লকডাউন শুরু হয়। করোনা পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা গতবছর বাতিল করা হয়েছিল। ১ জুন থেকে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে ১০ জুন ঐচ্ছিক বিষয় হয়ে শেষ হওয়ার কথা ছিল। করোনা ও ভোটের কারণে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা বেশ খানিকটা পিছিয়ে ১ জুন শুরুর কথা গত বছরের ২৬ ডিসেম্বরই পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলেন।

শনিবারের (১৫ মে) সর্বশেষ তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৩৬ জন। এতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৯৯৩ জনে। করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৮০২ জন।