গঙ্গায় শতাধিক লাশ, আশঙ্কা করোনায় মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনদিনই নাজুক হচ্ছে ভারতের পরিস্থিতি। প্রতিদিনিই রেকর্ড ভাঙছে শনাক্ত এবং মৃতের সংখ্যায়। এমন পরিস্থিতিতে ভয়াবহ দৃশ্য দেখা গেল বিহারে। গঙ্গার ধারে পড়ে রয়েছে শতাধিক মরদেহ। আর তাঁদের শরীর ছিঁড়ে খাচ্ছে কাক।

সোমবার (১০ মে) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, আজ সকালের দিকে গঙ্গায় ভাসতে দেখা যায় ওই দেহগুলি। তার পরই সেগুলিকে গঙ্গার ধারে তুলে এনে রাখার ব্যবস্থা করা হয়। স্থানীয়দের অনুমান, গঙ্গার উল্টো পাড়ে উত্তরপ্রদেশ, ওই দিক থেকেই ভেসে এসেছে দেহগুলি। কারণ তাঁদের দাবি, এই এলাকায় একসঙ্গে এত মানুষের মৃত্যু হওয়া সম্ভব নয়। আপাতত জেলা প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়েছে।

এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। একসঙ্গে এত মরদেহ কোত্থেকে এলো। করোনায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে কি-না, এমন হাজারো প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, মরদেহগুলো যদি করোনা রোগীদেরই হয়, সেক্ষেত্রে নদীর পানি কতখানি দূষিত হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।